দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৪১ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৮৫০৯১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৯১৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৬৫৭৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৫০৭৪টি নমুনা সংগ্রহ করে ১৪৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৯১টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৩৯৩৪৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ৩৪ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। তাদের মধ্য ৩৮ জন হাসপাতালে ও ৩ জন বাসায় মৃত্যুবরন করেছে। এদের মধ্য ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১১ জন ও ৬১ থেকে তার ওপরে রয়েছে ২৪ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ২৯৮৭ জন পুরুষ ও ৭৮৭ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৫৫৭২ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২৩ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৭২৯ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৮৪৫০ জনের।