ইয়েমেনে ত্রান নিতে যেয়ে পদদলিত হয়ে ৭৮ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় দুটি দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে বুধবার ত্রান বিতরনের আয়োজন করা হয়। এই সময় বিপুল সংখ্যক মানুষ ত্রান নিতে জমায়েত হয়। এক পর্যায়ে সেখানে বিশৃংঙ্খল পরিবেশ তৈরী হলে শৃংঙ্খলা ফিরিয়ে আনতে হুতি বিদ্রুহীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এই সময় একটি গুলি বৈদ্যুতিক তারে লাগলে বিপুল শব্দে বিস্ফোরন হয়। বিস্ফোরনের শব্দে আতষ্কিত হয়ে ত্রান নিতে আসা লোকজন এদিকসেদিক পালাতে থাকে। আর তখনই পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু হয় এবং সেই সাথে আহত হয় আরও তিন শতাদিক। উল্লেখ্য ইয়েমেনে কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে। রাজধানী সানা রয়েছে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রনে।

এই ঘটনায় ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সানার কর্তৃপক্ষ ত্রান বিতরনকারী দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।