ময়মনসিংহ জেলার ভৌগলিক পরিচিতি

ময়মনসিংহ একটি অন্যতম পুরাতন জেলা। এর উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে গাজীপুর জেলা এবং পশ্চিমে টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলা অবস্থিত। এ জেলাটি প্রায় ২৪°১৫’ ও ২৫°১২’ উত্তর অক্ষাংশ এবং ৯০°১৩’ ও ৯০°৪৯’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। নদীপথসহ এর মোট আয়তন ৪,৩৬,৩৪৮ হেক্টর বা ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার এবং দেশের মোট আয়তনের প্রায় ২.৯৬% দখল করে আছে। আয়তনের দিক থেকে এ জেলা দেশের ৫ম এবং ঢাকা বিভাগের মধ্যে ১ম। জেলার ১২টি উপজেলার মধ্যে আয়তনের দিক থেকে ফুলপুর বৃহত্তম (৫৮,০২১ হেক্টর) এবং ধোবাউড়া ক্ষুদ্রতম (২৫,১০৫ হেক্টর)।