সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের সামনে দাড়াতেই পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বিধ্বংসী বোলিয়ে ওসেস্ট ইন্ডিজের বোলাররা অসহায় হয়ে পড়ে। শেষ মেষ ৩৫ ওভার মোকাবেলা করে মাত্র ১০৮ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সাথে ১০৯ রানের জয়ের টার্গেট পায় বাংলাদেশ। মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন নাসুম আহমেদ।

ব্যাট হাতে নেমেই দৃঢ়তার সাথে এগুতে থাকে ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ২০ রানে ও দলীয় ৪৮ রানের মাথায় আউট হন শান্ত। এর পর বাকি কাজটা সুন্দরভাবে শেষ করেন তামিম ও লিটন। তামিম শেষ বলে চার মেরে হাফ সেঞ্চুরী করে অপরাজিত থাকেন। অপরদিকে ২৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন লিটন দাস। ততক্ষনে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১১২/১। আর সেই সাথে ১৭৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। আর এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। স্কোর ওয়েস্ট ইন্ডিজঃ ১০৮/১০( ৩৫ ওভার), বাংলাদেশঃ ১১২/১(২০.৪ ওভার)।