শীঘ্রই আবার চালু হচ্ছে টিকার নিবন্ধন, সর্বনিন্ম বয়স হবে ৩৫

দেশব্যপী আবারও করোনাভাইরাসের টিকার নিবন্ধন কার্যক্রম চালু হতে যাচ্ছে। এবার টিকা প্রদানের ক্ষেত্রে সর্বনিন্ম বয়স রাখা হবে ৩৫। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম আজ (সোমবার) গনমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। এখন থেকে পয়ত্রিশোর্ধ্ব ব্যক্তিরাও নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ৩রা জুলাই পর্যন্ত করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২৮২৮৬৯ জন। এর মধ্য প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার ১০১১১৭২২ ডোজ, সিনোফার্মের ৮০৯৮৫ ডোজ ও ফাইজারের ২৭৪২ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।