হেমন্ত মুখার্জী

কতদিন পরে এলে

পৃথিবী্র গান আকাশ কি

এক গোছা রজনী গন্ধ্যা

সুরের আকাশে তুমি

আমায় প্রশ্ন করে নিল

একা একা থাকা

যখন ডাকল বাঁশি

আমার বলার কিছু ছিলনা

আমি ঝড়ে্র কাছে রেখে গেলাম

এমন একটা ঝড় উঠুক

এই মেঘলা দিনে একলা

পথ হারাব বলেই

বুন্ধু তোমার পথের সাথীকে

জীবনপুরের পথিকরে

মূছে যাওয়া দিনগুলি

এনেছি আমার শত জনমের প্রেম

হাজার বছর ধরে

কতদিন বলাকারা

এমন ডাগর ডাগর চুখে

জানিনা কখন তুমি

ঘরের বাঁধন ছেরেই

পৃথিবী আমারে চাই

তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি

এই যে নদী

বনতল ফুলে ফুলে ডাকা

তন্দ্রা হারা রাত

আজ দুজনার দুটি পথ

যাবার আগে কিছু বলে গেলেনা

মেঘ কাল আধার কাল

অলির কথা শুনে

আমি দূর হতে তোমারে দেখেছি

জীবনে যারে তুমি দাওনি মালা

পথে যেতে যেতে

এই কি গো শেষ দান

ও আকাশ প্রদীপ জ্বেলো না

সারাটা দিন ধরে

আমার গানের স্বরলিপি

কেন পথে এ চঞ্চলতা

আমার আর হবেনা দেরি

তোমাই গান শুনাব

দিবসো রজনি আমি যেন

হে নিরুপমা

শুধু তোমার বানি

যখন পরবেনা মোর পায়ের চিহ্ন

নাই নাই যে বাকি সময় আমার

অরুপ তমার বানি

মধু গন্ধে ভরা মৃদু

ওগো নদী আপন বেগে

তো্মার হল শুরু

তুমি কি কেবলি ছবি

এ পথে আমি যে গেছি বার বার

কান্দালে তুমি মোরে

আমি ফিরবনা রে

মনে রবে কিনা রবে আমারে

আমার এ পথ

যখন বাঙ্গলো মিলন মেলা

আর নাইরে বেলা নামলো ছায়া

আমার মন মানে না

বিদায় করেছ যারে

মুখ পানে চেয়ে দেখি

যাবার বেলা শেষ কথাটি

পোরানো সেই দিনের কথা

আগুনের পরশমণি

আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল

ও আমার দেশের মাটি