সালমান রুশদিকে ছুরিকাঘাত

অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়েছেন সেটানিক ভার্সেস খ্যত কুখ্যাত লেখক সালমান রুশদি। নিউইয়র্কের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। তার গলার কয়েক স্থানে ছুরিকাঘাত করা হলে প্রচুর রক্তক্ষরন হয়। অল্প সময়ের মধ্য তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রুশদি ভেন্টিলেশনে আছেন। তার অবস্থা আশংকামুক্ত নয়।

Image shows Salman Rushdie

১৯৮৮ সালে সালমান রুশদি সেটার্নিক ভার্সেস নামে বইটি লিখে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত আনেন। বইটিতে ইসলাম, কুরআন ও হযরত মোহাম্মদ(সঃ) নিয়ে কটুতোক্তি করা হয়। বইটি প্রকাশ হলে সারাবিশ্বে ফুসে উঠে মুসলিমরা। এই নিয়ে সারাবিশ্বে বিক্ষোভ প্রতিবাদে করতে গিয়ে ৫০ জনের অধিক মানুষ নিহত হয়। ইরানের ধর্মীয় নেতা আয়েতুল্লা খুমেনী তখন সালমান রুশদির মাথার জন্য বিপুল অংকের টাকার পুরস্কার ঘোষনা করেছিলেন।