দেশে এই প্রথম গত ২৪ ঘন্টায় করোনায় পুরুষের থেকে নারীর মৃত্যু সংখ্যা বেশী

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১২৭২ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১২২১১ জন ও ৭৮২১২৯ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ৭.৫৫ শতাংশ। এ পর্যন্ত সনাক্তের হার ১৩.৬৪ শতাংশ।। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ১১১৫ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৭২৪২০৯ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৪৬৬টি ল্যাবে মোট ১৬৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭৩৪৯১৮টি নমুনা। ২৪ ঘন্টায় যে ৩০ জন মারা গেছেন তার মধ্য ১৪ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছে। এদের মধ্য ২৮ জন হাসপাতালে ও ২ জন বাসায় মারা গেছেন। মৃতদের মধ্য ১৬ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য শুধু ঢাকা বিভাগের রয়েছে ১৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৭১.৭ জনের, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪৫৯২.৪৮ জন ও প্রতি ১০ লক্ষে সুস্থ্য হয়েছে ৪২৫২.৩৯ জন।