নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯১০ জনে দাঁড়াল
জেলায় আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯১০ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত একই অর্থাৎ ৩৯ জনই আছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ১৭ই আগস্ট পাঠানো ১৫টি নমুনার ফলাফলে ৭টি পজেটিভ এসেছে। এর মধ্য ৫টি সদর উপজেলার ও ২টি রায়পুরা উপজেলার । ১৮ই আগস্ট আইপিএইচে পাঠানো ৩৯টি নমুনার ফলাফলে ৩টি পজেটিভ এসেছে। এর মধ্য ১টি সদর উপজেলার ও ২টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ১১৫০ জন
রায়পুরা উপজেলাঃ ১৪৩ জন
শিবপুর উপজেলাঃ ১৯১ জন
পলাশ উপজেলাঃ ১৬৮ জন
মনোহরদী উপজেলাঃ ১৩৪ জন
বেলাব উপজেলাঃ ১২৪ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৬১১ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৭ জন ও হোম আইসোলেশনে ২৪৩ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।