দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩৭৬৬১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩১১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৭৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৩৫১৩৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১২৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮২টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১১৭৬৮০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন মৃত্যুবরণ করেছে তাদের সকলেই হাসপাতালে মৃত্যুবরন করেছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১০ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৪ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯৯৪১৪ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৪৪২ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৭১৪০ জনের।