নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৯৫ জন

জেলায় আরও ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৯৫ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত একই অর্থাৎ ৩৯ জনই আছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৩শে জুলাই তারিখে পাঠানো ১১টি নমুনার ফলাফলে ৩টি পজেটিভ এসেছে। এই ৩টিই সদর উপজেলার। ২৩ জুলাই তারিখে আইপিএইচে পাঠানো ৭৫টি নমুনার ফলাফলে ৬টি পজিটিভ এসেছে। এর মধ্য ৪টি শিবপুর উপজেলার, ১টি বেলাব উপজেলার ও ১টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ১০৩৬ জন

রায়পুরা উপজেলাঃ ১২৯ জন

শিবপুর উপজেলাঃ ১৬৮ জন

পলাশ উপজেলাঃ ১৩৯ জন

মনোহরদী উপজেলাঃ ১১৪ জন

বেলাব উপজেলাঃ ১০৯ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৪৬২ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৫ জন ও হোম আইসোলেশনে ১৮০ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।