দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৫৩২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৩৬১০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪১৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৬৯০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারদেশ থেকে ৯১৮৪টি নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষা করা হয় ৮৯০৮টি নমুনার। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৪৭টি ল্যাবের মাধ্যমে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত ২৪৩৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন আছেন ২৬২২৯ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৩ জনের, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ২০৪ জন ও প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস টেস্ট হয়েছে ১৪৮১ জনের।