দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৬১৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৬১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৬৭৩৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২১৪ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৫২০৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১১১৩৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১০২০৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২০৩৮৫২টি। দেশের ৪৩টি ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য ১৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছেন ১২ জন ও বাসায় ৪ জন। এদের বয়স ০ থেকে ১০ বছরের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্য ১ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্য ২ জন।