দেশে গত ২৪ ঘণ্টায় ১২৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১২৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৫১২১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪০৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৯৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৮৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৯৩৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মৃত্যুবরন করেছে তার মধ্য ঢাকা বিভাগে রয়েছে ১৪ জন, চট্রগ্রাম বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন ও বরিশাল বিভাগের ১ জন। ঢাকা বিভাগের ১৪ জনের মধ্য আবার ঢাকা শহরে রয়েছে ৭ জন। এদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৪ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্য ২ জন। মোট ১৯৭৫৮ জন এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।