নরসিংদীতে করোনা ভাইরাসে আরও আক্রান্ত ৩৭ জন

নরসিংদীতে করোনা ভাইরাসের সংক্রমন ব্যপক হারে ছড়িয়ে পড়ছে। ১৩ই মে পাঠানো ১৪৪টি নমুনার মধ্য ৩৭টি পজেটিভ এসেছে। এটিই জেলায় একসাথে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে জেলায় মোট ২৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্য ২০ জন নরসিংদী সদরের, ১৬ জন মাধবদীর ও ১ জন বেলাবোর। নরসিংদী জেলা সিভিল সার্জন সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছিলেন গত ২৪ ঘণ্টায় সারাদেশে যে ১৬ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য নরসিংদীর ১ জন আছেন। তবে নরসিংদী সিভিল সার্জন অফিস এই বিষয়টি স্পষ্ট করেনি। এর আগে নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪ জন মৃত্যুবরনের কথা জানানো হয়েছিল। আবার ১৩ তারিখে পাঠানো ১৪৪টি নমুনার ফলাফলের কথা বলা হয়েছে। ১৪ ও ১৫ই মে এর নমুনার কথা কিছু বলা হয়নি। নীচে থানা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেওয়া হল।

সদর থানাঃ ১৯০ জন

রায়পুরা থানাঃ ২৭ জন

পলাশ থানাঃ ১৮ জন

বেলাবো থানাঃ ২৬ জন

শিবপুর থানাঃ ২৬ জন

মনোহরদী থানাঃ ৫ জন