২০ ও ২১শে এপ্রিলের নমুনা পরীক্ষায় ১ জন শনাক্ত

নরসিংদী জেলায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত। গত ২০ ও ২১শে এপ্রিলের ৯৪টি নমুনা পরীক্ষায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি পলাশ থানার বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১৬৮। প্রতিদিন জেলা সিভিল সার্জন অফিস জেলার করোনা ভাইরাসে আক্রান্তের আপডেট দিয়ে আসছিল। কিন্তু ১৯শে এপ্রিল থেকে আপডেট প্রদানে বিলম্ব হতে থাকে। গতকাল ১৮ ও ১৯শে এপিলের আপডেট প্রদান করে জেলা সিভিল সার্জন অফিস। আজ বিশ্বস্ত সুত্রে জানা যায় ২০ ও ২১ শে এপ্রিল নরসিংদী জেলার ৯৪টি নমুনা রাজধানীর মহাখালীর একটি করোনা ভাইরাস টেস্ট সেন্টারে পাঠানো হয়। এর মধ্য একজনের পজেটিভ এসেছে।

This image has an empty alt attribute; its file name is college.jpg

এর আগে নরসিংদীর নমুনাগুলি রাজধানীর আগারগাওয়ের একটি টেস্ট সেন্টারে পাঠানো হত। আগারগাওয়ের টেস্ট সেন্টারের পরীক্ষা পদ্ধতি ও ফলাফল নিয়ে সময় ক্ষেপন ও ফলাফলে কিছুটা সন্দেহ থাকায় ২০ ও ২১শে এপ্রিলের নমুনাগুলি মহাখালীর একটি টেস্ট সেন্টারে পাঠানো হয়। এদিকে নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পলাশের ডাঙ্গার যে ব্যক্তি নরসিংদী জেলা হাসপাতাল আইসোলেশনে থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছিলেন তার আবার টেস্টে পজেটিভ এসেছে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। এই ব্যপারে বিস্তারিত পরে জানানো হবে।