নরসিংদীতে নিয়মিত করোনা ভাইরাসের আপডেট প্রকাশিত না হওয়ায় জনমনে আতস্ক

নরসিংদী জেলায় করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত শনাক্ত হওয়ার পর থেকেই জেলা সিভিল সার্জন অফিস নিয়মিত থানা ভিত্তিক আক্রান্তের আপডেট দিয়ে আসছিল। যতই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ততই রিপোর্ট দিতে কালক্ষেপন লক্ষ করা যাচ্ছে। এর একটি কারন হতে পারে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সিভিল সার্জনের কর্ম ব্যস্ততা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। হোম কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন, জেলা হাসপাতাল করোনা ভাইরাস রোগীদের জন্য প্রস্তুতকরন, আইসোলেশনসহ নানাবিধ দায়িত্ব এসে পড়ে জেলা সিভিল সার্জন অফিসের ওপরে। আবার গত কয়েকদিনে সিভিল সার্জন অফিসে বেশ কয়েকজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে উক্ত অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের কাছ থেকে জানা যায়। উক্ত অফিসের কয়েকজন আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকজন হোম কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় অফিস পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় আপডেট দিতে কিছুটা দেরী হয়। অন্যান্য দিনের মত রবিবার যে আপডেট দেওয়ার কথা ছিল তা আর ওই দিন দেওয়া হয় নাই। পরদিন সোমবার সকাল বেলা সেই আপডেট জানানো হয় সাংবাদিকদের। সেখানে দেখা যায় জেলায় মোট ১৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত। শনিবার যে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল তার মধ্য ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। কিন্তু এদিন আর থানা ভিত্তিক আপডেট দেওয়া হয় নাই। পরে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করে আন অফিসিয়ালী জানা যায় ৩০ জন আক্রান্তের মধ্য সদরের রয়েছে ২২ জন ও রায়পুরায় রয়েছে ৮ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্টাফের কাছ থেকে জানা যায় সিভিল সার্জন অফিস, ডিসি অফিস ও জেলা পুলিশের বেশ কয়েকজন এর নাম এই ৩০ জনের মধ্য আছে। যার ফলে এই রিপোর্টটি আংশিক বা পুরাপুরি প্রদান করতে দেরী হয়েছে। ইতিমধ্য ডিসি অফিস, সিভিল সার্জন অফিস ও এসপি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। আক্রান্তদের মধ্য কয়েকজন ডাক্তার ও চিকিৎসা কর্মীও আছেন। উক্ত ৩ অফিসের আক্রান্তের সংখ্যা ৫০ জনের ওপরে বলে নানা সূত্র থেকে জানা গেছে। আর এ সমস্ত কারনে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সেল কিছুটা দুর্বল হয়ে পড়ে। অপরদিকে উক্ত সেলের দায়িত্বও অনেক বেড়ে যাওয়ায় কিছুটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে বলে প্রতিয়মান হয়। তবে সোমবার ও মঙ্গলবার যে আপডেট দেওয়ার কথা ছিল তা এখনো দেওয়া হয়নি। এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে আজ এই আপডেট প্রকাশ করা হবে না। আপডেট দিতে দেরী হওয়ায় জেলা বাসিন্দারা উৎকণ্ঠায় আছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক আলোচনা হচ্ছে। অনেকেই আপডেট জানার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। ইতিমধ্যই নরসিংদী জেলাকে করোনা ভাইরাসের হট স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে।