নরসিংদীর রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের খাদ্য সামগ্রী বিতরন

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

সোমবার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্রদের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদ চত্তরে ১০০ জন দরিদ্র জনগোষ্টীর মধ্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এই সময় উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো জামিল খান ও রায়পুরা থানা যুবলীগের সাধারন সম্পাদক এমদাদুল হক খান মিঠু।

বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে প্রতি জনের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলো ও ১ কেজি ডাল। উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে সারাদেশ লকডাউনে থাকায় খেটে খাওয়া ও শ্রমজীবি জনগোষ্টী কর্মহীন হয়ে পরে। যার ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশেই বিনা মূল্যে এই খাদ্য সামগ্রী বিতরন শুরু হয়েছে এবং তা অব্যহত থাকবে।