করোনা ভাইরাসে আক্রান্তের সর্বশেষ অবস্থা জেনে নিন

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

করোনার সর্বশেষ সংবাদঃ
সারা বিশ্বের ১৩৫টি দেশে করোনা ভাইরাস হানা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা (১৩.০৩.২০২০) পর্যন্ত সারাবিশ্বে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯৬৩৭ জন। এর মধ্য সুস্থ্য হয়েছেন ৭০৩৩৩ জন এবং মৃত্যুবরন করেছেন ৫১২০ জন। চিকিৎসাধীন আছেন ৬৩৭৮৪ জন। আর ক্রিটিকেল অবস্থায় আছেন ৫৭৯০ জন। এই পরিসংখ্যান থেকে দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৩.৬৭%। বাংলাদেশে নতুন করে একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত করা হয়েছে। আগের সনাক্ত ৩ জনের মধ্য ১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

চীনের পর সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইতালিতে যার সংখ্যা যথাক্রমে ১৫১১৩ জন ও ১০১৬ জন। এর পরেই রয়েছে ইরানের অবস্থান। ইরানে মোট ১১৩৬৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্য ইতিমধ্য মৃত্যুবরন করেছে ৫১৪ জন। এ ছাড়া স্পেনে ১২২ জন, দক্ষিন কোরিয়ায় ৭১ জন, ফ্রাঞ্চে ৬১ জন ও যুক্তরাষ্ট্রে ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে ৫০৮১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরন করেছে ১৪৬ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *