যুক্তরাষ্ট্র যেখানেই হাত দিয়েছে সেখানেই আগুন জ্বলছে-প্রধানমন্ত্রী
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
যুক্তরাষ্ট্র যেখানেই হাত দিয়েছে সেখানেই আগুন জ্বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এই সাংবাদিক সম্মেলনে চীন সফর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যেকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করার মার্কিন কংগ্রেসম্যান ব্রাডলি শেরম্যানের এক প্রস্তাবের পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র যেখানে হাত দিয়েছে সেখানেই আগুন জ্বলছে। মায়ানমার একটি স্বাধীন দেশ এবং রাখাইন রাজ্যে তাদেরই। আমরা কেনো রাখাইনকে আমাদের দেশের সাথে অন্তর্ভুক্ত করতে যাব। প্রতিবেশি দেশ হিসাবে আমরা মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা চাই মায়ানমার তাদের রোহিঙ্গা নাগরিকদের দ্রুত বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাক। মায়ানমারের রাখাইন রাজ্যে দমন পীড়নের শিকার হয়ে গত কয়েক বছরে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। আর বাংলাদেশ সরকার মানবিক কারনে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে এখন নিজেরাই সমস্যায় পড়েছে।