১১ বাংলাদেশী শ্রমিককে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা

বিডি খবর ৩৬৫ ডটকম

শ্রীলঙ্কায় চার্চ ও বিলাশ বহুল হোটেলে বোমা হামলা চালিয়ে ২৫৩ জনকে নিহত ও ৪ শতাধিক মানুষকে আহত করার মুলহোতা ইনসাফ ইব্রাহিমের কারখানায় কর্মরত ১১ বাংলাদেশী শ্রমিককে দেশে পাঠিয়েছে শ্রীলঙ্কা। এই ১১ জন ইনসাফের মালিকানাধীন একটি মেটাল কারখানায় কাজ করত। স্টার সানডেতে শ্রীলঙ্কায় ব্যপক আত্নঘাতি হামলার পর দেশজুড়ে নিরাপত্তা বাহিনী তল্লাশী চালায়। এই তল্লাশীর এক পর্যায়ে ইনসাফ ইব্রাহিমের মালিকানাধীন মেটাল কারখানাটি বন্ধ করে দেয় শ্রীলঙ্কান সরকার। এর পর এই খারখানায় কর্মরত ১১ জন শ্রমিককে শুক্রবার দেশে পাঠিয়ে দেয়।

পুলিশের ট্রান্সন্যাশনাল ও কাউন্টার ট্যাররিজম ইউনিটের সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই ১১ জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। শ্রীলঙ্কায় হামলার সাথে এদের কোন সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখছে সিটিটিসি। জিজ্ঞাসাবাদ ও খোজ খবর নেওয়ার পর এদের কোন অপরাধ না পেলে ছেড়ে দেবার কথা রয়েছে। এদের সকলেই ভিজিট ভিসা নিয়ে শ্রীলঙ্কায় যেয়ে ইনসাফের কারখানায় কাজ করছিল। ইনসাফ আত্নঘাতি হামলার সময় নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *