জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়েছে হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় দুদকের আবেদনের পরিপেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়েছে রায় দিয়েছে। আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে বিচারিক আদালত বেগম খালেদা জিয়াকে ৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছিল। নিন্ম আদালতের এই সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন রায় বাতিলের জন্য। হাইকোর্টের উক্ত বেঞ্চ খালেদা জিয়ার আবেদন আজ খারিজ করে দেন। অপরদিকে দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য হাইকোর্টের একই বেঞ্চে আপিল করেন। উভয় আবেদনের শুনানী শেষে হাইকোর্ট দুদকের আবেদন আমলে নিয়ে খালেদা জিয়াকে নিন্ম আদালতে দেওয়া ৫ বছরের সাজা বাড়িয়ে এখন ১০ বছর সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে। উল্লেখ্য জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতির মামলায় নিন্ম আদালত সোমবার খালেদা জিয়াকে দোষী সাবস্ত করে ৭ বছর কারাদন্ড দিয়েছে।