মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০% কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

চাকরীতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০% কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গতকাল রাত আটটার সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে শতাধিক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে যান চলাচল ব্যহত হয়। তারা সারা রাত শাহবাগেই অবস্থান নিয়েছিল। ভোরেরদিকে এদের সংখ্যা কমতে থাকে। আবার সকাল থেকে এই সংখ্যা বাড়তে থাকে। মুক্তিযোদ্ধা পরিবারের ব্যনারে আরেকটি দল সকালে তাদের সাথে যোগ দিয়ে শাহবাগে অবস্থান নেয়।

শাহবাগে অবরোধের কারনে শাহবাগ দিয়ে যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে। শাহবাগ দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে বিকল্প পথে চলতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। চাকরীতে মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহাল রাখা ছাড়াও তারা রাজাকারদের সরকারী চাকরী থেকে অপসারনের দাবি জানান। কোটা বাতিলের নামে আন্দোলন করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসির বাস ভবনে হামলা করেছে তাদের বিচারের দাবি জানান। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা কটুক্তি করেছে তাদের বিচারেরও দাবি জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *