বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের মঙ্গলগ্রহে যাত্রা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট মঙ্গল গ্রহে যাত্রা করেছে। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার কেনেডী স্পেস সেন্টার থেকে ‘ফ্যালকন হ্যাভি’ নামক এই অত্যাধুনিক রকেটি যাত্রা করে। অত্যাধুনিক এই রকেটটি বানিয়েছে মার্কিন গবেষক তথা শিল্পপতি এওন মাস্ক-এর সংস্থা SpaceX।

প্রায় ১৮ টি ‘৭৪৭ জেট’ বিমানের সমান ক্ষমতা রয়েছে এই রকেটের। সংস্থাটির দাবি, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কার্মক্ষম রকেট হচ্ছে ‘ফ্যালকন হেভি’। এতে রয়েছে ২৭টি ইঞ্জিন ও ৩টি বুস্টার। রকেটটির উৎক্ষেপণ দেখার জন্য ভিড় করেন কয়েক হাজার মানুষ। কাউন্টডাউন শেষ হওয়া মাত্র প্রচণ্ড শব্দ করে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় ‘ফ্যালকন হেভি’। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশের গভীরে কোনও বস্তু পাঠানোর ক্ষেত্রে এটিই প্রথম বেসরকারি উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *