খালেদা জিয়াসহ বিএনপি জামাতের ৫৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কুমিল্লার একটি আদালত খালেদা জিয়াসহ বিএনপি জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা মেরে ৮ জনকে হত্যা করার ঘটনায় করা মামলায় আদালতে উপস্থিত না থাকার কারনে তাদের বিরোদ্ধে এই গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত।

এই মামলায় মোট ৭৭ জন আসামীর মধ্য আদালতে আজ উপস্থিত ছিলেন ২০ জন। অনুপস্থিত ৫৫ জনের মধ্য রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী। উল্লেখ্য বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর নামক স্থানে পৌঁছুলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই ৭জন ও পরে হাসপাতালে ১জনসহ মোট ৮ যাত্রী নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *