রোহিঙ্গা নিয়ে মন্তব্য করে মুকুট হারালো মিস মিয়ানমার

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করে মিস মিয়ানমার মুকুট হারালেন ২০১৭ সালের মিস মিয়ানমার সোয়ে ইয়েন সি। তিনি একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, ‘‌রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে সরকার যা করছে, সেটা ঠিক নয়। আরও সহমর্মিতার সঙ্গে সমস্যার সমাধান করা উচিৎ ছিল। কাউকে হত্যা করা কখনও মানবতার পক্ষে পদক্ষেপ হতে পারে না।’‌ তার এই বক্তব্যর পরই মিয়ানমার সরকার সোয়ের ওপর ক্ষেপে যায়। তারপরই ওই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজকরা সোয়ে–কে বিজয়ীর উত্তরীয়, মুকুট, ট্রফি এবং আর্থিক এবং অন্যান্য স্মারক ফেরত দিতে বলেছেন। তবে কেনো তাকে এসব ফেরত দিতে হবে তা বলা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *