চীনে পারমানবিক হামলা চালাতে পারে আমেরিকা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে এক সপ্তাহের মধ্যেই চীনে পরমাণু হামলা চালাতে পারে মার্কিন সেনারা। আর আজ এ কথা জানিয়েছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডাম স্কট সুইফ্ট। সম্প্রতি অস্ট্রেলিয়া উপকূলে মার্কিন–অস্ট্রেলিয়া যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। চীন এই মহড়ার দিকে গোয়েন্দা জাহাজ দিয়ে নজরদারি চালিয়েছে। স্কট আজ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে নানা বিষয়ে মতামত বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পেলে আগামী সপ্তাহে চীনে পরমানু হামলা চালাবেন।


বক্তব্যের পক্ষে ব্যাখ্যাও দাড় করিয়েছেন তিনি। তিনি বলেন, মার্কিন সেনারা প্রত্যেকে শপথ নিয়েছে তাঁরা দেশের সংবিধানকে রক্ষা করবেন। দেশে বা বিদেশে মার্কিন স্বার্থ বিঘ্নিত হলে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ মানতে বাধ্য তাঁরা। মার্কিন গণতন্ত্রের এটাই রীতি বলে তিনি জানিয়েছেন। তালিসমান সাবের নামের এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে ৩৬টি যুদ্ধ জাহাজ। তাতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী জাহাজ রোনাল্ড রিগ্যান, ২২০টি বিমান এবং ৩৩ হাজার সেনা সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *