রাডারক্রয় দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস পেলেন এইচ এম এরশাদ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বহুল আলোচিত রাডার ক্রয় দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ ৩ জন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামীদেরকে মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়ার আদেশ দেন।
আদালতের রায়ে বলা হয়, বাদীপক্ষ এরশাদের বিপক্ষে আনীত অভিযোগ সাক্ষ্যপ্রমাণ দ্বারা সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষ এরশাদের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এরশাদ ছাড়াও খালাস পাওয়া অন্য দুজন হলেন, বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও মমতাজউদ্দিন আহমেদ।
উল্লেখ্য ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিল। মামলার অভিযোগে বলা হয়েছিল, ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার ক্রয় না করে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কোম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি সাধন করে আসামীরা।