নাসার বিজ্ঞানীরা পৃথিবীর মত আরও ৭টি গ্রহের সন্ধান পেয়েছেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মহাকাশে পৃথিবী সদৃশ আরও ৭ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই গ্রহগুলো পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তবে সেখানে প্রানের অস্তিত্ত আছে কিনা তা এখনো জানতে পারেনি নাসা।

New discover

একটি গবেষণাপত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এই আবিষ্কার মহাকাশ বিষয়ক অন সব গবেষণা থেকে ভিন্ন। কেননা এখানে পৃথিবীর সমান গ্রহ যেমন পাওয়া গেছ, তেমন পৃথিবীর মতই তাপমাত্রা ও অবস্থান পাওয়া গ্রহের সন্ধান পাওয়া গেছে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহগুলোতে পানি থাকতে পারে এবং সম্ভবত জীবনের বিকাশও হতে পারে। একটি নক্ষত্রকে আবর্তন করে চলা একই রকম এমন গ্রহের সন্ধান এই প্রথম পাওয়া যায় বলে জানান বেলজিয়ামের বিজ্ঞানী মিখায়েল গিলন।
গ্রহগুলো ট্রাপিস্ট-১ নামের একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বলে বিজ্ঞানীরা জানান।খবরঃ সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *