জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরসহ ৩ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, ডেপুটি রেজিস্টার ও উপ পরিচালককে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন- প্রোক্টর ও উপ-রেজিস্টার এইচ এন তায়েহীদ জামাল, আইন শাখার ডেপুটি রেজিস্টার সিদ্দিকুর রহমান স্বপন ও উন্নয়ন ও পরিকল্পনা শাখার উপ পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেইন। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জন সংযোগ বিভাগ।
দুদক সূত্র থেকে জানা যায়, ২০১২ সালে আব্দুল হাফিজ নামের এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের অবৈধভাবে সিলেকশন গ্রেড প্রদান করে সরকারের ১ কোটি ৪ লাখ ৩৯৩ টাকা ক্ষতির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। উচ্চ আদালত দুদককে ঐ মামলাটি তদন্তের নির্দেশ দেয়। দুদক তদন্ত করে তাদের যোগসাজসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ ভোরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে আটক করে।