নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের ‘গোপাল’ বলায় মানহানির মামলা

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির লেট এডিশন নামক একটি টকশোতে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের ‘গোপাল’ বলে সম্বোধন করা হয়েছে, এই অভিযোগে চ্যানেলের মালিক ও উপস্থাপকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা বারের আইনজীবী বাহালুল আলম বাহার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের এজলাসে এই মামলাটি দায়ের করেন।  আদালতে মামলার বাদী জবানবন্দীও দিয়েছেন। ওই মামলায় আরজিতে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে এসএটিভি চ্যানেলের ‘লেট এডিশন’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপক ফয়সাল আল মাহমুদকে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সম্পর্কে বলতে শোনা গেছে, “আমাদের দর্শকদের প্রশ্ন, আমারও প্রশ্ন হচ্ছে – এই যে গোপালদের খুঁজে বের করা হল, এদের দ্বারা কি জাতির কপাল খুলবে?”

SATV

মামলার বাদী তার আরজিতে বলেন, টিভি চ্যানেলের উপস্থাপকের ওই মন্তব্যে দেশের একজন নাগরিক হিসেবে বাদী অত্যন্ত অপমানিত বোধ করেছেন এবং সেই জন্যই এই বিপুল আর্থিক অঙ্কের মানহানির মামলাটি রুজু করেন। এসএটিভি চ্যানেলের মালিক সালাউদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়েছে আরজিতে।

এই মামলায় বিচারক এখনও কোনও আদেশ দেননি।  আদালত জানিয়েছে এই সংক্রান্ত আদেশ পরে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *