ফিলিপাইন দেড় কোটি ডলার ফেরত দিয়েছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ফিলিপাইন হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া রিজার্ভের ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে । এ অর্থ গ্রহণ করেছে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম । আজ শুক্রবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।

ফিলিপাইনের একটি আদালত গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া মূদ্রার উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন । ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে এই অর্থ উদ্ধার করা হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর এ অর্থের মালিকানা বাংলাদেশের বলে স্বীকৃতি দেন ফিলিপাইনের আদালত।