সৌদি আরবে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সৌদি আরবে ফাঁসি হল রাজ পরিবারের এক সদস্যের। সৌদি রাজ পরিবারের সদস্য সৌদ আল কবীরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছিল। অভিযোগ ছিল সৌদির রাজপুত্র আদেল আল হামিদ নামে এক ব্যক্তিকে গুলি করে মেরেছেন। তাতেই শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড হয় তাঁর।

supreme

উল্লেখ্য গত চল্লিশ বছরে সৌদির রাজ পরিবারের কাউকে মৃত্যুদন্ড দেওয়া হয়নি।সৌদিতে চলা কঠোর ইসলামি আইন অনুসারে, ধর্ষণ, অস্ত্র নিয়ে ডাকাতি, খুনের সরাসরি মৃত্যুদণ্ডই দেওয়া হয়। তবে ২০১৫ সালের হিসেবে প্রায় ১৫৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদির আদালত। এই বছরে সেই মৃত্যুদণ্ডের সংখ্যাই এখন পর্যন্ত  ১৩৫ জন। প্রশাসনের তরফে জানান হয়েছে, সৌদির সংবিধান মোতাবেক সকলেই যে আইনের চোখে সমান সে কথা এই সাজা ঘোষণার পরে ফের প্রমানিত হল। আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে পাকিস্তান ও ইরাকের পরেই রয়েছে সৌদি আরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *