হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৯টি পিস্তলসহ ২জার্মান নাগরিক আটক

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি অস্ত্রসহ বাংলাদেশী বংশোদ্ভূত দু’জন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। বিমান বন্দর কর্মকর্তারা বলছেন, খেলনা পিস্তলের কথা বলে এই অস্ত্রগুলো আনা হয়েছিলো। বিমানবন্দর থেকে অস্ত্রগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তারা। তাদেরকে আটক করা হয় গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময়।

আটক এই দুই ব্যক্তি জার্মান পাসপোর্টধারী।তারা বাংলাদেশী বংশোদ্ভুত জার্মান নাগরিক।একটি কার্টনে করে এসব অস্ত্র আনা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা বিমান বন্দরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

কার্টনের ভেতরে মোট ৯টি ‘পিস্তল’ পাওয়া গেছে। তারপর র‍্যাবের বিশেষজ্ঞ ডেকে আনা হয় অস্ত্রগুলো আসল না খেলনা সেটা পরীক্ষা করে দেখার জন্যে।অস্ত্রগুলো আসল বলে র‍্যাব কর্মকর্তা জানান। আর তখন তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে তারা ঢাকায় এসে নামেন । গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গোয়েন্দারা তাদের লাগেজ তল্লাশি করে আগ্নেয়াস্ত্রগুলো পায়। এসব অস্ত্র কোথা থেকে কি উদ্দেশ্য আনা হয়েছে কর্মকর্তারা তা জানাতে পারেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *