সিংগাপুরে রাস্তায় চালকবিহীন টেক্সি
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিংগাপুরে রাস্তায় চলাচল শুরু করেছে বিশ্বের প্রথম চালকবিহীন টেক্সি।প্রথমদিন কিছু বাছাই করা যাত্রী এ সেলফ ড্রাইভিং টেক্সিতে উঠার সুযোগ পায়।
সিংগাপুরের ভেহিক্যাল সফটয়্যার স্টার্ট আপ ‘নুতনমি’ এই সেবা দিচ্ছে।কোম্পানীর পক্ষ থেকে জানানো হয় গতকাল পরীক্ষামূ্লকভাবে ৬টি টেক্সি নামানো হয়।এই গাড়ীতে কোন চালক থাকবেনা।এর টিকিট বুকিং দিতে হবে অনলাইনে।এর চলাচল আপাততঃ ২ বর্গ মাইলের একটি আবাসিক এলাকায় সীমাবদ্ধ থাকবে।পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।