যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলে আজমি আটক
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত বিগ্রেডিয়ার জেনারেল আমান আজমিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী

ফাইল ফটো
আব্দুলাহিল আমান আজমি একাত্তরে মানবতা বিরুধী অপরাধে আমৃত্যু মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়েত নেতা গোলাম আযমের ছেলে।
সোমবার রাত সাড়ে এগাড়টার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বড়মগ বাজার কাজী অফিসের গলির বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়।তার বিরুদ্ধে জংগীবাদ ও সন্ত্রাসীদের উস্কানী দেওয়ার অভিযোগ আছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নানা ধরনের উস্কানীমূ্লক লেখালেখির অভিযোগ আছে।
অনেক্ষন ডাকাডাকি করার পরও গেট না খুললে গেট ভেঙ্গে বাড়ীর ভিতর প্রবেশ করে তাকে বাসা থেকে বের করে এনে গাড়ীতে তুলে নিয়ে যাওয়া হয়।