কলম্বিয়াকে হারিয়ে অলিম্পিক ফুটবল সেমি-ফাইনালে ব্রাজিল
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নেইমার ওলুয়ানের গোলে কলম্বিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে রিও দে জেনেইরোঅলিম্পিকের স্বাগতিকরা।রিও অলিম্পিকের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারায় নেইমারের দল।
আগামী ১৭ই আগস্ট বুধবার ব্রাজিল- হন্ডুরাস প্রথম সেমিফাইনাল এবং ১৮ই আগস্ট বৃহসপতিবার নাইজেরিয়া-জার্মানী ২য় সেমিফাইনালে মুখামুখি হবে।