সেই হাতিটি শিকল আর দড়ি ছিড়ে আবার জলাশয়ে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারত থেকে বানের পানিতে ভেসে আসা হাতিটি শেকল আর দড়ি ছিঁড়ে বাঁধনমুক্ত হয়ে একটি জলাশয়ে নেমে পড়েছে।শনিবার বেলা ১১টার দিকে বাঁধনমুক্ত হয়ে হাতিটি ওই জলাশয়ে নেমে কেবল শুঁড় বের করে রেখেছে।