দিনাজপুরে ভিমরুলের কামড়ে ৩ বোনের মৃত্যু
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বাড়ির পাশে খেলার সময় ভিমরুলের কামড়েদিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ৩ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মা আহত হয়েছেন।
মৃত শিশুরা ওই এলাকার ইসলাম মিয়ার মেয়ে – হাদিছা (৭), ফারজানা (৪) ও নয় মাস বয়সী মিম।শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দুই বোনের মৃত্যু হয়।গুরুতর অসুস্থ ইসলামের স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ রবিবার মিমের মৃত্যু হয়।
আরাজি লস্কর গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী জানান, শনিবার বিকালে তিন বোন মিলে বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে খেলা করার সময় প্রচণ্ড বাতাসে বাঁশের কঞ্চির ধাক্কায় চাক ভেঙে ভীমরুল ছড়িয়ে পড়ে ওই শিশুদের আক্রমণ করে। শিশুদের চিৎকারে তাদের মা এগিয়ে গেলে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।