পশ্চিমবঙ্গের হুগলিতে এক হিন্দু প্রতিবেশীর দাফনের কাজ সারেন মুসলিম প্রতিবেশীরা

পাশের গ্রামের হরেন্দ্রনাথ সাধুখা নামে ৭২ বছর বয়সের এক বৃদ্ধ বৃহস্পতিবার গভীর রাতে মারা যান। ৩ দিন যাবৎ তিনি জ্বরে ভুগছিলেন। করোনা টেস্টের আগেই তার মৃত্যু ঘটে। তার হিন্দু প্রতিবেশীরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মনে করে ভয়ে দাফন করতে কেউই এগিয়ে আসেনি। হরেন্দ্রনাথের ছেলে সাহায্যের জন্য আকুতি করলেও প্রতিবশী হিন্দু কেউ আসেনি। ছেলের এই অসহায়ত্বের কথা শুনে করোনার ভয় উপেক্ষা করে পাশের গ্রামের মুসলিম প্রতিবেশীরা এগিয়ে আসেন দেহ সৎকারের কাজে। মুসলিম প্রতিবেশীরা তখন ঈদ উৎযাপন করছিলেন। খবর পেয়ে তারা ঈদ আনন্দ বাদ দিয়ে এগিয়ে আসেন। তারা ফুল দিয়ে খাটিয়া সাজিয়ে তার দেহ বহন করে শ্মশানে নিয়ে যান। দেহ দাহ করার জন্য প্রয়োজনীয় কাঠও তারা সংগ্রহ করেন।

ছবিঃ আনন্দ বাজার পত্রিকা থেকে সংগ্রহ

সৎকার কাজে সাহায্যকারী আশিক মোল্লা, গোলাম সুবানী, গোলাম সাব্বার, শেখ সানি-রা ভারতের পশ্চিমবঙ্গের হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামের বাসিন্দা। তারা মানবতার উদাহরন স্থাপন করেন। এই খবর প্রকাশ করেছে আনন্দ বাজার পত্রিকা।