ভারতে হাসপাতালে আগুনে ১০ নবজাতকের মৃত্যু
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের একটি হাসপাতালে। ভারতের স্থানীয় সময় রাত ২টার সময় মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে । হাসপাতালটির নবজাতক ইউনিটে এই আগুন লাগলে শ্বাসরুদ্ধ হয়ে ১০ শিশু মারা যায়। এই সময় নবজাতক ইউনিটে ১৭ জন শিশু ছিল। ৭ জনকে হাসপাতালের কর্মীরা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। শিশুদের বয়স ১ দিন থেকে ৩ মাসের মধ্য ছিল।
বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন।সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা।