বড়দিনে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিস্ফোরণ
বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসী অঙ্গরাজ্যের ন্যাসভিল শহরে বড় ধরণের বিস্ফোরণে অন্তত তিন জন আহত হয়েছেন। যে স্থানটিতে বিস্ফোরণ ঘটেছে সেখানের স্থাপনাগুলিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরনের এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা ধারনা করছেন। এই বিস্ফোরনে আশেপাশের বাড়িগুলির জানালার কাছ ভেঙ্গে গেছে। গাছপালা উড়ে গেছে, আগুন জলছিল সে স্থানে।
এই বিস্ফোরনে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরনের পর দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। নিরাপত্তা রক্ষীরা এলাকাটিকে ঘিরে রেখেছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।
https://nyti.ms/2KUHwSG