এক সপ্তাহের জন্য সৌদি আরবগামী বিমানের সকল ফ্লাইট স্থগিত
আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২১শে ডিসেম্বর সোমবার থেকে ফ্লাইট বন্ধ থাকবে। করোনা মহামারির কারনে সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমান অফিস সূত্র থেকে জানা গেছে।
করোনা মহামারীর কারনে রবিবার থেকে সৌদি সরকার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি আরবগামী বিমানের ফ্লাইট পুনরায় চালু হলে আসন খালি থাকার ভিত্তিতে অগ্রাধিকারভাবে বাতিলকৃত ফ্লাইটের যাত্রীরা সৌদি যেতে পারবেন।