মাশরাফি করোনা ভাইরাসে আক্রান্ত

বাংলাদেশের সফলতম ওয়ানডে ক্রিকেট অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে জ্বর ও করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার করোনা ভাইরাস টেস্ট করতে নমুনা দেন। শুক্রবার তার ফলাফল পজেটিভ এসেছে। শুক্রবার তার দেহে ১০১ ডিগ্রি জ্বর থাকলেও শনিবার তা ৯৯ তে নেমে এসেছে। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরপরই তিনি তার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। দেশে করোনা ভাইরাসের সংক্রমনের শুরু থেকেই তিনি নড়াইলে থেকে সেখানকার জনগনকে ত্রান সহায়তাসহ নানা ধরনের সহযোগিতা করে আসছিলেন। নড়াইলবাসীকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করতে নানামুখী ব্যবস্থা গ্রহণ করেন মাশরাফী। এমনকি করোনার চিকিৎসা সেবা দেয়ার জন্য বাড়ি বাড়ি ডাক্তারদের পাঠিয়ে চিকিৎসাও নিশ্চিত করেছেন তিনি।

এর আগে মাশরাফির শাশুরী হোসনে আরা সিরাজ, তার শালিকা ও শালিকার মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। শাশুরীর করোনা ভাইরাস শনাক্ত হয় ১৫ই জুন। তবে এদের সংস্পর্শে মাশরাফি যাননি বলে জানা গেছে। অন্য কোন সোর্স থেকে মাশরাফি আক্রান্ত হয়েছেন। দেশবাসীর কাছে সাবেক এই দেশসেরা ক্রিকেট অধিনায়ক সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।