দেশে নতুন করে আরও ৩২৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩২৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১০৮৭৭৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০৪৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৩৯৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৪০৩১টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৯৫৭৯ টি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন আছেন ৬৩৩৫৭ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৬৬১ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩৬৪২ জনের।