মোহাম্মদ নাসিম আর নেই

আওয়ামীলীগ প্রেসিডিয়ামের প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই। তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশে স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইররাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ নাসিম ১লা জুন বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এমতাবস্থায় গত ৫ই জুন সকালে তার মস্তিষ্কে রক্তক্ষরন হলে সাথে সাথেই তার অস্ত্রোপচার করা হয়। তার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডঃ কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতালের পক্ষ থেকে নাসিমের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। তার ২ দিন পর মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের অবনতির কথা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। ইতিমধ্য নাসিমকে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা বলা হয়। কিন্তু নাসিমের স্বাস্থ্য বিবেচনায় আর সিঙ্গাপুরে নেওয়া যায়নি। অবশেষে আজ সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোমায় ছিলেন।

মোহাম্মদ নাসিম ২রা এপ্রিল ১৯৪৮ সালে সিরাজগঞ্জে জন্ম গ্রহন করেন। তার পিতা শহীদ ক্যাপ্টেন মুনসুর আলী ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রীসভার সদস্য। ৭৫ এর ১৫ই আগস্ট বন্ধবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তৎকালীন স্বৈর শাসক ক্যাপ্টেন মুনসুর আলীকে বন্দী করে জেলে রাখে। ৭৫ এর ৩রা নভেম্বর তাকেসহ জাতীয় ৪ নেতাকে জেলখানায় হত্যা করা হয়। মোহাম্মদ নাসিম ১৯৮৬, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ। অবশেষে তিনি জীবনের মায়া ত্যগ করে ২০২০ সালের ১৩ জুন পরলোকগমন করেন। তার মৃত্যুতে দেশ এক দুক্ষ পার্লামেন্টারিয়ান ও রাজনীতিবিদকে হারালো।