নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩৯ জন

জেলায় আরও ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩৯ জনে। ২রা মে সংগ্রহকৃত ও ৩রা মে ঢাকায় পাঠানো ১৯০টি নমুনার মধ্য ১৬৫টির ফলাফলে ৩৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্য সদর উপজেলার রয়েছে ৩৩ জন, ০১ জন রায়পুরা উপজেলার ও ০২ জন মনোহরদী উপজেলার। নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস সূত্র এই তথ্য দিয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলা সদরের কাজল রানী সাহা, বয়স ৫৮ বছর, রাঙ্গামাটি , কান্দাপাড়া, গত ০৭ জুন বিকাল ০৪ :৩০ টায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৫৮৪ জন

রায়পুরা উপজেলাঃ ৬১ জন

শিবপুর উপজেলাঃ ৬০ জন

পলাশ উপজেলাঃ ৫৮ জন

মনোহরদী উপজেলাঃ ২৬ জন

বেলাব উপজেলাঃ ৪৫ জন

এ পর্যন্ত যে ১২ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৯ জন সদর উপজেলার, ১ রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার ও ১জন বেলাব উপজেলার। জেলায় আইসোলেশনমুক্ত ২৫৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন ও হোম আইসোলেশনে ৪৯৬ জন।