চীনের করোনা ভাইরাস বিশেষজ্ঞ দল এখন ঢাকায়
১০ সদস্য বিশিষ্ট চীনা করোনা ভাইরাস বিশেষজ্ঞ দল এখন ঢাকায়। আজ দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনা করোনা বিশেষজ্ঞ দলকে অভ্যর্থনা জানান। এই সময় তার সাথে বিমান বন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন। চিকিৎসক দল পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং টেলিফোন করে আশ্বস্ত করেছিলেন।
চীনের বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবেন। এই সময়ে তারা বাংলাদেশে কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে তা পর্যবেক্ষণ করবেন ও বাংলাদেশের করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সহযোগিতা করবেন। তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন করোনা ভাইরাস চিকিৎসায় ব্যবহৃত হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এর আগে চীনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা বিষয়ে সহযোগিতা করে আসছিল। চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে বাংলাদেশ চীনে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছিল। পরে চীনও বিভিন্ন সময়ে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রনে চীন সফল হয়েছে।