নরসিংদীতে আরও ৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৬৮৪ জনে। ৩০শে মে সংগ্রহকৃত ও ৩১শে মে ঢাকায় পাঠানো ১৯৬টি নমুনার মধ্য ৪৩টি পজেটিভ এসেছে। এর মধ্য ২৯টি সদর উপজেলার, ৪টি রায়পুরা উপজেলার, ৬টি পলাশ উপজেলার, ৩টি বেলাব উপজেলার ও ১টি শিবপুর উপজেলার রয়েছে। রায়পুরা উপজেলার ৪ জনের মধ্য ১ জন মৃত রয়েছে।তার নাম আফিফা বেগম, বয়স ৫৮ বছর, তালুককান্দী, মুছাপুর, রায়পুরা। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১০ জন মৃত্যুবরণ করেছে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৪৮৩ জন
রায়পুরা উপজেলাঃ ৪৫ জন
শিবপুর উপজেলাঃ ৪৩ জন
পলাশ উপজেলাঃ ৪৯ জন
মনোহরদী উপজেলাঃ ২০ জন
বেলাব উপজেলাঃ ৪৪ জন
জেলায় এ পর্যন্ত যে ১০ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য জেলা সদর উপজেলার রয়েছে ৭ জন, ১ জন পলাশের, ১ জন বেলাবরের ও ১ জন রায়পুরার।