দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৪২৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৪২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৭৫৬৩ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫৭১ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১২১৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বসুন্ধরা করোনা ভাইরাস হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় ১৩৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১২৬৯৪টি নমুনা। এ পর্যন্ত দেশে ৩৫৮২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৫০টি ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়। গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য পুরুষ ২৯ জন ও নারী ৬ জন। হাসপাতালে মারা গেছে ২২ জন ও বাসায় ১২ জন। ১ জন বাসা ও হাসপাতালের বাইরে মারা গেছেন। এর মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ২ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন রয়েছেন।